অর্থ-বাণিজ্য »

প্রযুক্তি »

বিনোদন »

চাঁদপুরে ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন

পল্লীকবি জসীম উদ্‌দীন-এর কালজয়ী ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন করেছে চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমি ও ইয়ুথ ফোরাম বাংলাদেশ। শনিবার (২৩ আগস্ট) বিকেলে এ আয়োজন অনুষ্ঠিত হয় চাঁদপুর রোটারি ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, “বাংলাদেশের মানুষেরমতো এত আত্মীয়পরায়ণ জাতি পৃথিবীর আর কোথাও নেই। এরই এক অসাধারণ উদাহরণ পাওয়া যায় জসীম উদ্‌দীনের কবর কবিতায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী। সঞ্চালনায় ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

প্রধান অতিথির বক্তব্যে জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ বলেন, “জসীম উদ্‌দীনকে কেবল পল্লীকবি পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা অন্যায়। তিনি বাংলাভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি।

স্বাগত বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রূপা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন ও ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মাআআ মুক্তাদীর।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, চর্যাপদ একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, রেলওয়ে কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ মাহমুদা খানম, জেলা স্কাউটস সম্পাদক ফয়সাল ফরাজী, রেড ক্রিসেন্টের ফোকাল পার্সোন উপদেষ্টা ওমর বিন ইউসূফ চৌধুরী, অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম, রোটারিয়ান শাহীন আক্তার, নারী উদ্যোক্তা সায়রা কাকলি, লেখক রবীন্দ্র মজুমদার ও মুদ্দাসির।

সভাপ্রধান আলেয়া বেগম লাকী জানান, অনুষ্ঠান সাজানোর আগে তারা কবির জন্মস্থান ও স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করেছেন।

অনুষ্ঠানে আবৃত্তি করেন মিজানুর রহমান স্বপন, সাকিব খান, দিপান্বিতা দাস, মোহাম্মদ শাহজালাল মিয়াজী আবেদ, আবদুর রহিম, প্রাপ্তি ও শ্রাবন্তী দাস। সঙ্গীতে ছিলেন গিটারিস্ট দিলীপ ঘোষ ও বাঁশিবাদক বেলাল শেখ। নৃত্য পরিবেশন করে নৃত্যধারার শিল্পীরা।

অনুষ্ঠানে ১৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Girl in a jacket

Leave a Reply