Home » শিল্পকলায় বঙ্গরঙ্গের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আগামী ৩০ আগস্ট শনিবার মঞ্চস্থ হবে নাট্যদল বঙ্গরঙ্গের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’–এর উদ্বোধনী প্রদর্শনী। উৎপল দলের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নির্মিত এ নাটক নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিথুন মুস্তফা।
‘মৃত্যুহীন প্রাণ’ মূলত একটি ধূসর ব্যঙ্গাত্মক নাটক। এতে ফুটে উঠেছে শ্রমজীবী মানুষের দুঃখ-বেদনা, সামাজিক বৈষম্য এবং রাষ্ট্রীয় ও প্রশাসনিক কর্কশতার চিত্র। ন্যায়বিচার, মানবাধিকার ও প্রকৃতির অধিকারের পক্ষে রচিত এ নাটক সমাজের বিবেক ও অনালোকিত কণ্ঠগুলোর প্রতিবাদের বার্তা বহন করবে।
প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে। উদ্বোধনের পর নাটকটির নিয়মিত প্রদর্শনীও চলবে।
টিকিটের জন্য যোগাযোগ : ০১৯১১-৬২৫৬৭৫

নিউজ ডেস্ক: