অর্থ-বাণিজ্য »

প্রযুক্তি »

বিনোদন »

শেরপুরে ছাত্রদল নেতা ডিয়নের উদ্যােগে বৃক্ষরোপন

সাঈদ আহেমদ সাবাব :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে শেরপুরে জেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত ডিয়নের উদ্যোগে গাছের চারা রোপন করা হয়েছে। ৩০ জুন বিকেলে জেলার ঝিনাইগাতীর কাটাখালি ব্রীজ এলাকায় শতাধিক গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হৃদয় হাসান, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারন সম্পাদক মনিবুল আলম উসান, শেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল হাসান, জামশেদ আলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছোদ্দাহ আনন্দ, চন্দকোনা কলেজ ছাত্রদলের আহবায়ক রাব্বি নূর, ছাত্রদল নেতা মারুফ, রিপন, শুভ, স্বাধীন, প্রমুখ।
এসময় আবুল হাসনাত ডিয়ন বলেন, আমরা সুন্দর শেরপুর গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। জেলার প্রতিটি ফাঁকা জায়গায় চারা রোপন করবো।

Girl in a jacket

Leave a Reply