শাহরিয়ার শাকির :
শেরপুর জেলা আইনজীবী সমিতির নেতাদের সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। ৩০ জুন বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আতাহার, নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে যে মতবিরোধ ছিলো তা দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হলে উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দ তা মেনে নেন। একইসাথে তারা সকল ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে কাজ করে যাওয়ার সম্মতি প্রদান করেন।
পরে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সকলকে ধন্যবাদ জানান এবং সামনের নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আইনজীবীদের ভূমিকার কথা অস্বীকার করা যাবেনা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন।
আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান বলেন, আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো এবং শেরপুরের তিনটি আসন তারেক রহমানকে উপহার দিবো।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ভূল বুঝাবুঝির অবসান হওয়ায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে নেতৃবৃন্দ কোলাকুলি করে মিষ্টিমুখ করেন।
