Home » রংপুরে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। পরে আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।
এ ছাড়া আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি উদ্বোধন করবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এর পর পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে যাবেন দলটির নেতা-কর্মীরা।
আজ বিকেলে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা হবে। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে এনসিপি।

নিউজ ডেস্ক :