অর্থ-বাণিজ্য »

প্রযুক্তি »

বিনোদন »

শাহাদাতে কারবালার স্মরণে চট্টগ্রামে মিলাদ মাহফিল


চট্টগ্রাম ব্যুরো
‘কারবালা শুধু যুদ্ধের ইতিহাস নয়, এ ঘটনা অত্যাচারের বিরুদ্ধে একটি বিপ্লব। যা ন্যায় ও সত্যের পথে সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত’। পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে চট্টগ্রামের ফটিকছড়িতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে সোমবার (৩০ জুন) আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. আজমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মো. শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
প্রধান অতিথি বলেন, কারবালার যুদ্ধ শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানের বা সময়ের ঘটনা নয়, বরং এটি মানবতার জন্য একটি বার্তা, যেখানে সত্য, ন্যায়, আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়েছে।, বাতিল পরিহার করে হককে আঁকড়ে ধরার প্রতিজ্ঞা।”
সভায় বিশ্বসমাদৃত মাইজভান্ডারি ত্বরিকার মূল নৈতিকতা উল্লেখ করে বক্তারা বলেন, ‘মানবকে ধৈর্য ধারণের মাধ্যমে সহনশীলতা ও হকের প্রতি সচেতন থেকে অন্তরে তাওহীদের স্থিতিশীলতা আনয়নের পথে পরিচালিত করে মাইজভাণ্ডারী দর্শন।’
মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য দেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দুবাই রাস-আল-খাইমা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক মানিকছড়ি শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন ও উপদেষ্টা মোহাম্মদ কামাল।

Girl in a jacket

Leave a Reply