অর্থ-বাণিজ্য »

প্রযুক্তি »

বিনোদন »

ম্যাচসেরার পুরস্কার ৫৫ কেজি আলু, সঙ্গে উপহার ঠেলাগাড়ি

সাধারণত ম্যাচসেরার পুরস্কার হিসেবে ট্রফি কিংবা অর্থ দেওয়া হয়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। ৫৫ কেজি আলুর বস্তা টেনে নেওয়া সহজ নয়, তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি।

রোববার (৩ আগস্ট) নর্সশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় তার দল সুন্নরইউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। নির্বাচিত হন ম্যাচসেরাও।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আলুগুলো আমি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি এবং তারা এর মধ্যে কিছু আলু একটি স্যুপ কিচেনে দিয়েছে।’

এমন অদ্ভুত পুরস্কার নিয়ে ক্লাব জনসংযোগ বিভাগের পরিচালক ইয়াকব রাভন বলেন, ‘পুরস্কারের বিষয়টি ম্যাচের পৃষ্ঠপোষক ঠিক করে দেয়। আলু দেওয়ার বিষয়টি মজার ব্যাপার ছিল এবং সেই গল্প এখন পুরো বিশ্বে ঘুরছে।’

সম্প্রতি নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেওয়া হয়।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৩ সালে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট। তখন আবাহনী লিমিটেডের হয়ে খেলতেন তিনি। ব্লেন্ডার মেশিন পেয়ে একটি টুইটও করেন এই অলরাউন্ডার; যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Girl in a jacket

Leave a Reply