কদিন আগেই আলোচনায় আসেন অভিনেত্রী শায়লা সাথী। ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের মধ্যে শীর্ষে ছিল শায়লা সাথী অভিনীত ‘নিয়তির খেলা’। শীর্ষ ১০-এ আসে আরেক নাটক ‘মাটির মেয়ে’। কিন্তু তাঁর বিরুদ্ধে শোনা যাচ্ছে নানা অভিযোগ।
সমস্ত অভিযোগ মিথ্যা উল্লেখ করে মিম বলেন, আমার বিরুদ্ধে সে কেন এইসব মিথ্যা অভিযোগ দিচ্ছে এই মেয়ে আমি ঠিক বুঝতেছি না। সে আমাকে বলতেছে তুমি এটা করছ, আমি বললাম কোথায় করছি সে বলছে নাইন্টিজের শুটে। আমাদের একটা সিরিজ ছিল নাইন্টিজ নাম। ওখানে নাকি এটা করেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম, কার মাধ্যমে? সে বললো প্রোডাকশন বয়, আমি বললাম তাহলে প্রোডাকশন বয়কে নিয়ে আসো। খোঁজ নিয়ে দেখলাম সেই প্রোডাকশন বয় নাকি এখন মিডিয়াতে কাজই করে না। তাঁর মানে এটা হলো সে বানিয়ে বানিয়ে বলতেছে। কোনো প্রমাণ নেই। যার কারণে এটা নিয়ে ঝামেলা হয়েছে। এটার কারণে আমি তাঁর গায়ে হাত তুলেছি। আমি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এটা করেছি। দোষ করে ও, আবার স্ট্যাটাস দিয়ে ভিক্টিম সাজে।’
মিম বলেন, ‘বাংলাদেশের দর্শকেরা বোকা আসলে। ও যা বলে তাই বিশ্বাস করে। সবার পেছনে পেছনে লাগে। সে ভদ্র সেযে থাকে, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে। কি ডেঞ্জারাস সে। বাইরে সে রূপ দেখায় তা সত্যি নয়, ভেতরে সম্পূর্ণই আলাদা একটা রূপ।’ এদিকে পার্থিব সজিব ও শায়লা সাথীর মধ্যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সজিব বিবাহিত ও তার সংসার রয়েছে।
