বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক যোগাযোগকে আরও সহজ ও সুবিধাজক করতে সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক রোমিং প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংকের এ রোমিং প্যাকেজ এখন বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা দিয়ে কিনতে পারবেন গ্রাহকেরা; তাদের প্রয়োজন হবে না আন্তর্জাতিক কোন পেমেন্ট পদ্ধতি ব্যবহারের। ৫০টি দেশে চমৎকার এ সুবিধা উপভোগ করা যাবে। একইসাথে, ভ্রমণের সময় বিভিন্ন প্যাকেজ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী গ্রাহকেরা পছন্দের প্যাকেজ নির্বাচন করে ‘মাইবিএল’ অ্যাপ থেকে সহজেই রোমিং প্যাক অ্যাক্টিভেট করতে পারবেন।
আগে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করতে গ্রাহকদের আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডে ডলার (ইউএস) এনডোর্স করতে হত। এখন সেসব ঝামেলা ছাড়াই বিদেশে থেকেও মোবাইল ব্যালেন্স দিয়ে (দেশি মুদ্রায়) রোমিং প্যাক কিনতে পারবেন তারা।
বর্তমান বিশ্ব আগের যেকোন সময়ের তুলনায় অনেক বেশি কানেক্টেড। পরিবর্তিত এ সময়ে গ্রাহকদের চাহিদা পূরণে ধারাবাহিকভাবে নতুন সব সেবা নিয়ে আসছে বাংলালিংক। নতুন এ আন্তর্জাতিক রোমিং প্যাক চালু করার মাধ্যমে বিদেশগামী গ্রাহকদের জন্য এক বড় বাধা দূর করল প্রতিষ্ঠানটি। সম্প্রতি, রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’ -এ এ সেবার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে, প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলালিংকের গ্রাহকেরা এখন ৫০টির বেশি দেশ থেকে এ রোমিং প্যাক কিনতে পারবেন। এর ফলে, দেশের বাইরে বসে তাদের পরিবারের সদস্য, বন্ধু কিংবা পেশাগত প্রয়োজনে যোগাযোগ করা নিয়ে কোন ভোগান্তি পোহাতে হবে না। গ্রাহকেরা ভ্রমণের সময় এবং তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধাজনক বিভিন্ন প্ল্যান থেকে পছন্দমতো নিজের প্ল্যান বেছে নিতে পারবেন।
আর মাইবিএল অ্যাপ -এ গিয়ে ঝামেলাহীনভাবে সহজেই রোমিং সুবিধা চালু করা যাবে। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে (০১৯৫০১১১১১১) যোগাযোগ করে কিংবা roaming@banglalink.net –এ ইমেইল করেও গ্রাহকেরা রোমিং সেবা চালু করতে পারবেন। দেশের বাইরে থেকেও তারা উপভোগ করবেন নিরবচ্ছিন্ন ভয়েস কল ও ডেটা সেবা।
