অর্থ-বাণিজ্য »

প্রযুক্তি »

বিনোদন »

সাহিত্য মঞ্চের আয়োজনে নির্বাচিত বইয়ের পাঠ-পর্যালোচনা

চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে এবছর অমর একুশে বইমেলায় চাঁদপুরের লেখকদের প্রকাশিত ১২টি বই নিয়ে ‘পাঠ-পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে ছয়টি করে বারোটি বইয়ের উপর আলোচনা করেন লেখকরা।

এরমধ্যে প্রথম পর্বে কবি ইলিয়াস ফারুকীর লেখা ‘জল তিতির’ বই নিয়ে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি, কবি ও সংগঠক গাজী গিয়াস উদ্দিন; নুরুন্নাহার মুন্নির ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ নিয়ে কবি ও সাংবাদিক মামুন রশীদ; কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের ‘কুরুক্ষেত্রের ঘুড়ি’ নিয়ে তরুণ কবি নিঝুম খান; কবি সঞ্জয় দেওয়ানের জলের ক্যালিগ্রাফি নিয়ে কবি ও‌ সংগঠক দন্ত্যন ইসলাম; কবি ও সাংবাদিক কবির হোসেন মিজির ‘লাল রঙের নামতা’ নিয়ে সাংবাদিক ও আবৃত্তিশিল্পী আহমেদ শাহেদ; কবি জাহিদ নয়নের ‘আততায়ী অন্ধকার’ নিয়ে কবি ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী আলোচনা করেন। এ পর্বে সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।

দ্বিতীয় পর্বের ছয়টি বইয়ের মধ্যে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’ নিয়ে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান; সাংবাদিক ও লেখক গাজী মুনছুর আজিজের ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ নিয়ে লেখক ও আবৃত্তিশিল্পী রাজিব কুমার দাস; লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ নিয়ে লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ; লেখক ও সাংবাদিক মিজানুর রহমান রানার ‘এই জনমে’ নিয়ে লেখক ও সাংবাদিক আবদুল গনি; কবি দেওয়ান মাসুদুর রহমানের ‘কৃষ্ণচূড়া মোড়’ নিয়ে কবি ও সাংবাদিক মনিরুজ্জামান বাবলু এবং লেখক ও সাংবাদিক আরিফুল ইসলাম শান্তের মৌন বৃক্ষের রাত্রিদিন নিয়ে কবি ও সংগঠক সুমন কুমার দত্ত আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আপন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান।

ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন।

আলোচকরা বলেন, চাঁদপুরের লেখকদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। প্রতিবছর জাতীয় বইমেলায় চাঁদপুরের অসংখ্য লেখকের বই প্রকাশিত হয়ে আসছে। এ বইগুলো থেকে নির্বাচিত কিছু বই নিয়ে সাহিত্য মঞ্চ পাঠ পর্যালোচনার আয়োজন করেছে। আমরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ ধরনের আয়োজন লেখক পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। পাঠক বই পাঠে আগ্রহী হবে।

পাঠ পর্যালোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাহিত্য মঞ্চের যুগ্ম সম্পাদক সামিয়া আলম ও সদস্য সামিরা মেহনাজ নুসরাত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-কমিটি আহ্বায়ক মুহাম্মদ হানিফ ও সদস্য সচিব ইয়াসিন দেওয়ান।

Girl in a jacket

Leave a Reply